হেলো স্বাস্থ্য টিপসঃ ১
হার্ট এটাক কি? কেন হয়?
হার্টের ( হৃদপিণ্ড) নিজস্ব রক্তনালী বন্ধ হয়ে হার্টের জন্য প্রয়োজনীয় খাদ্য ও অক্সিজেন সরবরাহ কমে গিয়ে হার্টের মাংসপিন্ড নষ্ট হয়ে যাওয়াকে সহজ ভাষায় হার্ট এটাক বলে।
শরীরের প্রতিটা অঙ্গের নিজস্ব খাবার অক্সি।জেন ও খাদ্য সরবরাহের জন্য রক্তনালী থাকে। এই রক্তনালী কোন ভাবে বাধাগ্রস্ত হলে খাদ্য ও অক্সিজেন সরবরাহ কমে যায়। কমে গেলে ঐ অঙ্গ খাদ্যের জন্য যে আকুতি সেটা রোগী ব্যাথা হিসেবে অনুভব করে। যদি রক্তনালী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন কোন অঙ্গ যদি খাদ্য ও অক্সিজেন সরবরাহ একেবারে ৮ থেকে ১২ ঘন্টার বেশী বন্ধ থাকে তাহলে অঙ্গটি নষ্ট হয়ে যায়।
হার্ট (হৃদপিন্ড) কি?
হার্ট শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরের সমস্ত অঙ্গ থেকে দুষিত রক্ত সংগ্রহ করে ফুসফুসে প্রেরন করে। ফুসফুসে রক্ত পরিষোধিত হয়ে আবার হার্টে আসে। হার্ট আবার বিশুদ্ধ রক্ত শরীরের সব অঙ্গে সরবরাহ করে। এই রক্ত খাদ্য ও অক্সিজেন সব অঙ্গে প্রতিনিয়ত সরবরাহ করছে। হার্ট যদি নিজেই অসুস্থ হয়ে যায় তাহলে শরীরের সব অঙ্গ খাদ্যের অভাবে ক্ষতিগ্রস্থ হয়।
হার্টের ৪ টি রুম ( প্রকোষ্ঠ), ডান পাশের ২টি প্রকোষ্ঠে দুষিত রক্ত সংগৃহিত হয়ে তারপর ফুসফুসে প্রেরন করে। আর বাম পাশের ২ টি প্রকোষ্ঠ বিশুদ্ধ রক্ত শরীরের সমস্ত অঙ্গে রক্তের মাধ্যমে শরীরের সব অঙ্গে খাদ্য ও অক্সিজেন সরবরাহ করে।
হার্টের প্রতিটি প্রকোষ্ঠে (রুমে) দরজা থাকে, এদের ভালভ বলে। এরা সবসময় একমুখী, কোন ভাবে রক্ত পিছন দিকে যেতে দেয় না। তাই সবকিছু নিয়মমাফিক সামনের দিকে প্রবাহিত হয়।
হার্টে প্রতি মিনিটে সাধারণত ৮০ থেকে ১০০ বার স্পন্দন করে এটা নিজস্ব ইলেক্ট্রিক সাপ্পাই এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। একে পেসমেকার বলে। এই পেসমেকারে কোন সমস্যা হলে হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তখন হৃদস্পন্দন কমে বা বেড়ে গিয়ে হৃদপিন্ডের কর্মক্ষমতা ব্যহত হয়।
হার্টের গুরুত্বপূর্ণ অংশসমুহঃ
১. রক্তনালী
২. মাংশপিণ্ড
৩. ভালব
৪. পেসমেকার
৫. দেয়াল/ পার্টিশন
লেখক - ডাঃ মহসীন আহমদ (হৃদরোগ বিশেষজ্ঞ)