Healty heart happy feet

Healthy Heart Happy Life Organization (HeLO)

হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)

Charity, Awareness & Research For Humanity

Tips Details

  • Home
  • /
  • HeLO tips
  • /
  • COVID-19 Tips
  • /
  • করোনাকালে “ইআরএফ” পরিবারকে সেবা দিবে “হেলো”

করোনাকালে “ইআরএফ” পরিবারকে সেবা দিবে “হেলো”


ঢাকা: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বা কোভিড-১৯ চলাকালীন পরিস্থিতিতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের টেলি মেডিসিন সেবা দিতে পাশে দাঁড়িয়েছে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)

 

এবিষয়ে দুই সংগঠনের মধ্যে সমঝোতা হয়েছে এবং সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ফলে, জরুরি জিজ্ঞাসা, পরামর্শ বা সহায়তা প্রয়োজনে সপ্তাহের সাতদিন ২৪ ঘন্টায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইআরএফ সদস্যরা।

সার্বিক বিষয়ে সমন্বয় করছেন, হেলোর প্রধান পৃষ্ঠপোষক ডা: মহসীন আহমেদ এবং ইআরএফ সাধারন সম্পাদক এসএম রশিদুল ইসলাম।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, কোভিড -১৯ পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ফ্রন্ট-লাইনার হওয়ায় সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা অধিক ঝুঁকিতে রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৪০০ জন সাংবাদিক কোভিড -১৯ আক্রান্ত হয়েছেন এবং ১৫ জন সাংবাদিক মৃত্যু বরণ করেছেন।

এ পরিস্থিতে ইআরএফ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হেলো- কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, দন্তরোগ বিশেষজ্ঞ ও মানসিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়ে। যাঁরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিকে অসুস্থতা সম্পর্কিত মেডিসিন সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দিবেন।

জরুরি পরামর্শ সেবা পেতে ২৪ ঘন্টায় যোগাযোগ করতে পারবেন +8801867090929 হোয়াটসঅ্যাপ নম্বরে।